
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ এএম
নদী পাড়ি দিতে গিয়ে তলিয়ে গেলেন কৃষক

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পিএম

আরও পড়ুন
কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুরে গোমতী নদীর পানিতে তলিয়ে গেছেন আবু ইউসুফ(৫০) নামের এক ব্যক্তি।
চার ঘন্টা পর স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর তৎপরতায় আবু ইউসুফের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। মঙ্গলবার সকাল ৮ টায় ডুবে যাওয়ার এ ঘটনা ঘটে। আবু ইউসুফ এতবারপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু ইউসুফ তার গরুর জন্য গোমতীর চরে ঘাস কাটেন। পরে কাটা ঘাস রশি দিয়ে কোমড়ে বেঁধে নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় মাঝ নদীর স্রোতের টানে তলিয়ে যান ইউসুফ।
খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালিয়ে ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, ঘাস কেটে সাঁতরে নদী পাড়ি দিতে গিয়ে ওই কৃষক তলিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখবে।