
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০৬ পিএম
খাটিয়ার নিচে মিলল বিদেশি মদের চালান

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে খাটিয়ার নিচ থেকে বিদেশি মদের চালান জব্দ করা হয়েছে। তবে মাদক চোরাকারবারি পালিয়ে গেছে।
তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের প্রয়াত সাবেক ইউপি সদস্য আব্দুস ছালামের ছেলে সোহেল মিয়ার বসতঘরের খাটিয়ার নিচ থেকে রোববার দুপুরে বিভিন্ন ব্রান্ডের ১৩০ বোতল বিদেশি মদ জব্দ করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ সঙ্গীয় কর্মকর্তারা। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী বাদী হয়ে সোহেলকে পলাতক আসামি দেখিয়ে রোববার রাতে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।