
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম
বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল চা শ্রমিকের প্রাণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম

আরও পড়ুন
মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদের আনন্দে বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলচালক পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আনন্দে কিছু যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় বস্তি থেকে কাজ করে ফেরার পথে সোমবার সন্ধ্যায় রাস্তার পার্শ্ব দিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে বিনোদ বাউরী নামে এক চা শ্রমিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেল জব্দ করে।
নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও পুলিশ সিলেট মেট্রো-ল ১১-৫১৮৪ মোটর সাইকেলটি জব্দ করেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেলচালক পালিয়ে গেছেন। তবে মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চালককে বের করার চেষ্টা চলছে।