
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম
কক্সবাজারে ঈদের দিন গুলিতে নিহত ১

রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১০:২৯ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
কক্সবাজারের রামুর কাউয়ারখোপে গরু চোরাচালান বিরোধকে কেন্দ্র করে গোলাগুলিতে মো. নবী নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. নবী (৪৮) পার্শ্ববর্তী এলাকা পশ্চিম গনিয়াকাটা গ্রামের মৃত আলী আকবরের পুত্র।
জানা যায়, সীমান্ত ফাঁকি দিয়ে গরু পাচারে প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মো. নবী নামে এক ব্যক্তি নিহত হয়।
তবে পুলিশের দাবি, ঘটনাটি গরু পাচারকে ঘিরে নয়, আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান,নিহত মো. নবীর সঙ্গে তার চাচাত ভাই মো. হাছন, হোছন, সানী ও হানিফের সঙ্গে গরু পাচারের জেরে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলিতে মো. নবী ঘটনাস্থলে নিহত হয়।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, চাচাতো ও জেঠাতো ভাইদের মাঝে আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।