
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:১২ পিএম
পায়খানার ভেতর নিয়ে সাত বছরের শিশু ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম

নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুন্তাজ সোনার (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে গুরুদাসপুর পৌর সদরের গাড়িষাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মুন্তাজ সোনার ওই গ্রামের মৃত পবন সোনারের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শিশুটি অভিযুক্ত মুন্তাজ সোনারের বাড়ির সামনে খেলাধুলা করছিল। হাতের লাঠি তুলে দিতে বলে শিশুকে পায়খানার সামনে ডেকে নিয়ে যায় মুন্তাজ। শিশুটিকে জোরপূর্বক পায়খানার ভেতর নিয়ে যায় এবং ধর্ষণচেষ্টা করে। পরে ওই শিশুকে কাউকে এই ঘটনা না বলার জন্য ভয়ভীতি দেখায়। পুনরায় ধর্ষণের উদ্দেশ্যে রোববার বেলা ১১টার দিকে শিশুর হাত ধরে নিয়ে যাচ্ছিল। এমন সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। বৃদ্ধ পালিয়ে যায়।
এ ঘটনায় মামলার পর রোববার গভীর রাতে তার বাসা থেকে পুলিশ আটক করে। সোমবার বিকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত মুন্তাজ সোনারকে গ্রেফতার করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।