
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম
ঈদের দিন যুবককে গুলি করে বাড়ির কাছে ফেলে রেখে যায়

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার বিরোধের জের ধরে পাবেল (৩৭) নামে এক যুবককে পিটিয়ে বুকে গুলি করে বাড়ির কাছে ফেলে রাখা হয়। এরপর আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সোমবার ঈদের দিন বিকাল সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।
নিহত পাভেল ফতুল্লার কাশিমপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মাদক ব্যবসার বিরোধের জের ধরে রোববার রাতে পাবেলকে একই এলাকার মাদক ব্যবসায়ী বাবু ধরে নিয়ে যায়। এরপর রাতে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে ভোরে পাবেলের বুকে গুলি করে তার বাড়ির কাছে ফেলে রেখে যায়। তখন পাবেলকে তার আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাবেলের মৃত্যু হয়। লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। যারা এ ঘটনায় জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তবে নিহতের বড় ভাই মাসুম জানান, পাশের বাড়ির বাবু ওরফে কবুতর বাবুর সঙ্গে রোববার রাতে কবুতর নিয়ে পাবেলের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে কবুতর বাবু আমার ছোট ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।