
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম
ঈদের নামাজের ইমামতি করা হলো না হাফেজের

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

ঈদের নামাজের ইমামতি করা হলো না চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পরাপুর গ্রামের হাফেজ মাওলানা মোহাম্মদ জাবেদ হোসেনের। ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
সোমবার ভোর ৬টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে এলাকাবাসী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী জানায়, পরানপুর মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে জাবেদ হোসেন। তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ইমামতি করার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে কি ভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাসার জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।