
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ১১:০৮ এএম
পরিত্যক্ত ঘরে মিলল স্কুলছাত্রের লাশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানার পরিত্যক্ত ঘর থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গাজী টায়ার কারখার পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুর থেকে ওই স্কুলছাত্রকে পাওয়া যাচ্ছিল না।
মৃত রিফাত হোসেন পিরোপুরের নেছারাবাদ থানাধীন বলদিয়া এলাকার রাসেল মোল্লার ছেলে। তিনি দক্ষিণ রূপসী এলাকায় তার মা ও দুই বোনের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতো। স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়তো রিফাত।
পুলিশ জানায়, রাতে স্থানীয়রা গাজী টায়ার কারখানার একটি পরিত্যক্ত ঘরের ভেতর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে তারা।
রিফাতের বরাতে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রোববার দুপুরে ১টার দিকে যোহরের নামায পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রিফাত। বিকালে তার মা সুফিয়া আক্তারের মোবাইলে ফোন আসে। ছেলে রিফাতের মুক্তিপণ বাবদ দুর্বৃত্তরা ৪০ হাজার টাকা দাবি করে তারা। তবে এ মা মুক্তিপণ দিতে অপরাগত প্রকাশ করেন। রাতে লাশ উদ্ধারের খবর পেয়ে মা সুফিয়া ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মুক্তিপণের টাকা না পেয়ে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পরিত্যক্ত ঘরের ভেতর ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।