
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:১৩ এএম
বেলকুচিতে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:০৮ পিএম

আরও পড়ুন
ঈদুল ফিতরের উৎসব বয়ছে গোটা দেশজুড়ে। আনন্দে-উৎসবে মাতছেন সবাই। হচ্ছে সুলতানি আমলের ঈদ আনন্দ মিছিলও, যা থেকে বাদ যায়নি সিরাজগঞ্জের বেলকুচিও।
সোমবার সকাল ১০টার দিকে বেলকুচির আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে সুলতানি আমলের ঈদ আনন্দ মিছিল বের হয়। এ মিছিলের আয়োজন করে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের নেতৃত্বে হাতি, ঘোড়া, টমটম নিয়ে ঈদ আনন্দ মিছিলে যোগ দেয় বিপুল সংখ্যক মানুষ। মিছিলটি পৌর সদর সহ আশপাশের এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়ারা এমন আয়োজন যদি প্রতি বছর চাচ্ছেন। তারা বলছে, এ মিছিলে ঈদের আনন্দ আরও বেড়ে যায়।
এনসিপির যুগ্মসদস্য সচিব মাহিন সরকার বলেন, ‘আমাদের উদ্দেশে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোও ফিরিয়ে আনা। এ ঈদ আনন্দ মিছিল তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।’
মিছিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ইফতেখার আলম আসাদ, বৈষম্যবিরোধী আন্দোলন বেলকুচির ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী প্রমুখ উপস্থিত ছিলেন।