
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম

আরও পড়ুন
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। সোমবার সকাল ৯টায় সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এবারের ঈদ জামাতে লাখো মুসল্লি অংশ নিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।
ঐতিহাসিক এ ঈদের জামাতে অংশ নিতে দিনাজপুর সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের কয়েকটি জেলার মুসল্লিরা আসেন। জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান।
২২ একর আয়তন বিশিষ্ট গোর-এ শহীদ ময়দানে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৭ সাল থেকে আধুনিক নির্মাণশৈলীতে এ ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয়।
ঐতিহাসিক ঈদগাহে নামাজ পড়তে সকাল থেকেই আসতে থাকেন মুসল্লিরা। সকাল ৯টায় শুরু হয় নামাজ। ঈদের নামাজ শেষ দেশের অগ্রগতি, মুসলিম উম্মাহর শান্তি কামনা, ফিলিস্তিনিদের জন্য মোনাজাত করা হয়।
গোর-এ শহীদ ময়দানে ঈদের নামাজ পড়তে বরগুনা থেকে এসেছেন ইদ্রিস আলী। তিনি বলেন, ‘শুনেছি এটি দক্ষিণ এশিয়ার বৃহৎ জামাত। তাই এ জামাতে এসেছি নামাজ আদায় করতে। বেশ ভালো লাগছে।’
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল বলেন, ‘এবার স্বতঃস্ফূর্তভাবে মানুষ এ জামাতে এসেছে নামাজ আদায় করতে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক একরামুল হক আবির বলেন, ‘এবার এ জামাতটি অনুষ্ঠিত হয়েছে কোনো রাজনৈতিক কর্তৃত্বের উপর নয়। রাজনৈতিক ঊর্ধ্বে থেকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকল শ্রেণি পেশার মানুষ এবার ঈদের জামাতে অংশ নিয়েছে।’
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ‘নামাজ সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সকলেই সহযোগিতা করেছেন। সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য দিনাজপুর পৌরসভা, পুলিশ বিভাগসহ সকল স্তরের মানুষ পরামর্শ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সূর্যের তাপ প্রচুর থাকায় মুসল্লিদের কিছুটা কষ্ট হয়েছে। আগামীতে সামিয়ানার বিষয়টি চিন্তা করা হবে। সরকারের সহযোগিতায় আগামীতে বিশাল এই ঈদগাহের শোভা বর্ধনের কাজ করা হবে।’