
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পিএম
রায়পুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৯:৫৯ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে ১৫ বছর বয়সি অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রায়পুর পৌরসভার কর্মকর্তা মোকাদ্দেস হোসেন জুয়েল (৪৮) রোববার রাতে থানায় মামলা করেছে। গত ২৮ মার্চ রাত থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয় বলে দাবি এ বাবার।
মামলার আসামিরা হলেন, রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপির মাছিমপুর গ্রামের কামার বাড়ির নুরুল হকের ছেলে আবুল কালাম (৬০), তার ছোট ছেলে শামিম (২৫) ও বড় ছেলে সবুজ (৩৮) ।
মামলার বাদী জানান, গত ২৮ মার্চ রাতে নানীর বাড়ি যেতে বাসা থেকে বের হন ভুক্তভোগী। ওই স্কুলছাত্রী রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয় পৌঁছালে তাকে অপহরণ করে নিয়ে যায়।
তিনি বলেন, রায়পুর পৌরসভার পশ্চিম কেরোয়া গ্রামের এলএম স্কুলের সামনের ফয়েজবক্স বেপারী বহুতল ভবনের নীচ তলায় স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন শামিম। স্কুলে যাওয়া-আসার পথে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করতো শামিম। বিষয়টি স্কুলছাত্রী পরিবারকে জানালে অভিযুক্তকে বাসা ছেড়ে দিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৫ মার্চ বাসা ছেড়ে দেয় শামিম। গত ২৮ মার্চ পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যায়।
মোকাদ্দেস হোসেন জুয়েল বলেন, মেয়ের খোঁজে শামিমদের বাড়িতে গেলে তার ভাই ও বাবা আমাকে হুমকি দেন। বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে ধর্ষণ ও হত্যার কথা বলে।
অভিযোগের বিষয়ে শামিমের বড় ভাই সবুজ বলেন, ‘এ ঘটনায় পুলিশ শনিবার বিকালে আমাকে থানায় আটক করে নিয়ে যায়। রোববার রাতে ওসি একদিনের জন্য অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়। আমরা শামিম, তার স্ত্রী, সন্তান ও বাদীর মেয়েকে খুঁজছি।
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূইয়া বলেন, ‘অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে সকল চেষ্টা চালানো হচ্ছে। মেয়েটিকে দ্রুত তার অভিভাবকের কাছে ফেরত দিতে অভিযুক্ত শামিমের বড় ভাই সবুজকে একদিনের সময় দেওয়া হয়েছে।’