
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম
অ্যালকোহল পানে একের পর এক মারা গেলেন ৩ জন

বগুড়া ব্যুরো
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৮:৩৬ পিএম

আরও পড়ুন
বগুড়ায় অ্যালকোহল পানে অসুস্থ সনি রায় (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দুই দিনে তিনজনের মৃত্যু হলো।
অসুস্থ একজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার বিকালে ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন এ তথ্য দিয়েছেন।
এর আগে মৃত দুইজন হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. রাসেল (৩৫) ও একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে আওরঙ্গজেব চিনতু (৪২)।
পুলিশ, মৃতদের পরিবার ও স্থানীয়রা জানান, আওরঙ্গজেব চিনতু দীর্ঘদিন ধরে মদ পান করেন। তিনি গত ২৭ মার্চ বিকালে শহরের ১নং রেলগুমটি এলাকার একটি দোকান থেকে তিনটি প্লাস্টিকের বোতলে অ্যালকোহল কেনেন। ওইদিন সন্ধ্যায় আওরঙ্গজেব চিনতু, একই এলাকার রাসেল, জয়দেব রায়ের ছেলে সনি রায় ও আমজাদ হোসেনের ছেলে এনামুল হক পিলু (৫০) ওই অ্যালকোহল পান করেন।
এতে কোনো বিষাক্ত উপাদান থাকায় পরদিন ২৮ মার্চ তারা সকলে অসুস্থ হয়ে পড়েন। তাদের পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট শুরু হয়। রাত ১২টার দিকে রাসেল ও চিনতুকে বগুড়া শজিমেক হাসপাতালে আনার পথে চিনতু মারা যান। পরে রাসেলকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে রাসেল মারা যান।
এছাড়া পিলুকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে গুরুতর অসুস্থ সনি রায়কে বগুড়া শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে তিনিও মারা যান। মৃতরা সবাই পুলিশের ভয়ে ডায়রিয়ায় আক্রান্ত দাবি করে হাসপাতালে ভর্তি হন।
রোববার বিকালে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, মদপানে অসুস্থ সনি রায় নামে একজন শনিবার রাত ১০টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, মদপানে মৃত্যুর খবর পেয়ে মৃতদের বাড়িতে ফোর্স পাঠানো হয়েছিল। তবে তার আগেই মৃতদেহের দাফন ও সৎকার করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।