
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

বগুড়া ব্যুরো
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম

বগুড়া সদরে ঈদের উপহার নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ও শিবগঞ্জে ট্রাক এবং ইজিবাইকের মধ্যে সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ সময় নারীসহ চারজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ও রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন।
নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ি গ্রামের আবু তালেবের স্ত্রী তাহেরা বিবি (৪৫) ও বগুড়ার গাবতলীর মৃত শাহেদ আলীর স্ত্রী খুকলে বেওয়া (৬৫)।
শিবগঞ্জ থানার এসআই ব্রজেন মাহাতো ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা সাড়ে ১০টার দিকে চালক ইজিবাইকে কয়েকজন যাত্রী নিয়ে শিবগঞ্জের নাগরবন্দর থেকে পিরবের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাগরবন্দর কালিপাড়া এলাকায় শিবগঞ্জ-পিরব সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এ সময় ইজিবাইক যাত্রী তাহেরা বিবি, লালদহ গ্রামের জিহাদ (২২), দাড়িদহ গ্রামের ফুল মিয়া (৩৫) ও সুমন আহম্মেদ (২৪) ও সংসারদীঘি গ্রামের মিতা রানী (১৫) আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তাহেরা বিবি ও জিহাদের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ তাহেরা বিবি মারা যান।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। চালক ও হেলপাররা পালিয়ে গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় দুর্ঘটনাজনিত আইনে মামলা হয়েছে।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, শনিবার বিকালে বগুড়া সদরের গোকুলের হোটেল মম ইন এলাকায় ঈদের উপহার বিতরণ করা হয়। এ উপহার নিতে খুকলে বেওয়া গাবতলীর বাড়ি থেকে সেখানে এসেছিলেন। উপহার পাওয়ার পর সেটি হাতে নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। তখন রংপুরগামী দ্রুতগতির বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাসেল আহমেদ নামে প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-রংপুর মহাসড়কের ডিভাইডারে যেখানে সেখানে ইচ্ছামতো ফাঁকা রাখায় লোকজন ও যানবাহন পারাপার হচ্ছে। ওই নারীও পার হওয়ার চেষ্টা করলে সবার চোখের সামনে বাসায় চাকায় পিষ্ট হয়ে মারা যান।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় দুর্ঘটনাজনিত আইনে মামলা হয়েছে। ঘাতক বাস ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।