
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম
মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এসএইচ পিপুলকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসএইচ পিপুলকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের এসএইচ পিপুলের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।
মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এসএইচ পিপুল জানান, বিগত ১৭ বছরে আমি ২২টি মামলার আসামি হয়েছি। ৯ বার কারানির্যাতিত হয়েছি। আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজে জড়িত না।