
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম

খুলনা ব্যুরো
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৪:১৮ পিএম

আরও পড়ুন
খুলনায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের গুলি বিনিময় হয়েছে। এ সময় খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ সেখ ও কালা লাভলুসহ ১০ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ ও মোটরসাইকেল।
নগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতী আরামবাগ এলাকায় একটি নির্মাণাধীন একতলা ভবনে শনিবার থেকে গভীর রাত থেকে ভোর পর্যন্ত এইগুলি বিনিময় ঘটনা ঘটে।
তিন ঘণ্টা যাবত সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৮০-৯০ রাউন্ড গুলি ছোড়ে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাত পুলিশ সদস্য ও নৌবাহিনীর এক সদস্য আহত হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার রোববার দুপুর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো করা হয়। নৌবাহিনী এবং পুলিশ যৌথবাহিনী অভিযান করেন। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এতে পুলিশ ও নৌবাহিনীর আট সদস্য আহত হন।
ঘটনাস্থল থেকে কেমপির শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি পলাশ শেখ, রুবেল ইসলাম লাভলু ওরফে কালা লাভলু, নূরে আলম সিদ্দিকী, ট্যাটু ইমরান, ফজলে রাব্বি রাজন, রিপন, গোলাম রব্বানী, ইমরানুজ্জামান এবং শহিদুলসহ ১০ জনকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে তিনটি পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি শটগান, শটগানের ২৩ রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, মোবাইল ফোন, টাকা ও ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।