
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পিএম
বৈদ্যুতিক খুঁটিতে মিনিবাসের ধাক্কা, বৃদ্ধা নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০২:২৫ পিএম

ময়মনসিংহের ভালুকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়েছে মিনিবাস। এতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হওয়া এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় ময়মনসিংহগামী লেনে চ্যাম্পিয়ন পরিবহণের একটি মিনিবাস ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মিনিবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় একজন অজ্ঞাত বৃদ্ধা প্রাণ হারান।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এসে উদ্ধার কাজ চালায়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’