
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০২:৩৬ এএম
৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম

আরও পড়ুন
পাবনার বেড়ায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালিয়ে দিয়েছে আগুন। শনিবার সন্ধ্যায় পৗর সদরের শেখপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত গোলজার হোসেন (৫০) শেখপাড়া মহল্লার মো. সুলতান সেখের ছেলে।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, শনিবার ইফতারের আগ মুহূর্তে শিশুটি অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় শিশুটিকে লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে গোলজার। রক্তাক্ত শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তর বিচারের দাবিতে মিছিল বের করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী গোলজারকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাকে আটক থানায় নিয়ে যায়। এরপরই ক্ষুদ্ধ জনতা গোলজারের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা বলেন, ‘সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে আমরা ধর্ষণের আলামত পেয়েছি। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।’
বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান বলেন, ‘অভিযুক্ত গোলজারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন।’