
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০২:৪৫ এএম
ঈদে সুবিধাবঞ্চিত মানুষের পাশে রাঙ্গুনিয়া স্বজন সমাবেশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১০:১৭ এএম

আরও পড়ুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারকে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় প্রকৃত সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে স্বজনরা এসব উপহারসামগ্রী তুলে দেন । পোশাকের মধ্যে ছিল শিশুদের রঙিন জামা, প্রাপ্তবয়স্কদের পাঞ্জাবী, লুঙ্গি, শাড়ি, শার্ট, থ্রি-পিচ।
লুঙ্গি উপহার পেয়ে খুশি হয়ে নাজিম উদ্দিন (৫৫) বলেন, তাদের কাছে সহায়তা না চাইলেও স্বজন সমাবেশ আমাদের খোঁজ নিয়েছে। অনেক আনন্দ লাগছে।
উপহারসামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ রাঙ্গুনিয়ার সভাপতি সনজীব সুশীল, সহসভাপতি শিক্ষক মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রবিউল মোস্তাফা মুন্না, সাংগঠনিক সম্পাদক সেতুল মির্জা, সহঅর্থ সম্পাদক মুবিন উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক মুবিনুল হক, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক বিজয় বড়ুয়া, প্রচার বিষয়ক সম্পাদক তাহসান খান ইমন, দপ্তর বিষয়ক সম্পাদক নাজমুল করিম ফরহাদ, সাহিত্য বিষয়ক সম্পাদক সানজিদা আকতার, সম্মানিত সদস্য মোহাম্মদ মোরশেদ, কার্যনির্বাহী সদস্য আবদুল আলিম, রাঙ্গুনিয়া স্বজনের প্রধান সমন্বয়ক ও যুগান্তর প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
পরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতার মাহফিল করেন স্বজনরা। এতে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক জগলুল হুদা।
রাঙ্গুনিয়া স্বজনের সাধারণ সম্পাদক রবিউল মোস্তাফা মুন্না বলেন, ‘স্বজনদের আর্থিক সহযোগিতায় কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও সবাইকে ভালো কাজে কাছে পাবো সেই প্রত্যাশা করি। স্বজনের সভাপতি সনজীব সূশীল বলেন, সারাদিন রোজা রেখে স্বজনরা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে প্রকৃত সুবিধাবঞ্চিত খুঁজে কর্মসূচি সফল করেছেন। উপহার পেয়ে অনেক সুবিধা বঞ্চিতদের মুখে হাসি দেখা গেছে। আমাদের চাওয়া এটাই।