
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম
ছাতকে বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৫:০৭ এএম

ছাতকে সন্ত্রাসী হামলায় ঘটনায় নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি। এ নিয়ে গ্রামবাসীর দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ফারুক খান (৩৫) নামে এক যুবক। ইফতার মাহফিল থেকে বাড়ি ফেরার পথে তাকে প্রাণে মারার জন্য এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফারুক খান ওই গ্রামের লাল খানের ছেলে ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ১৫ ও ২০টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
জানা যায়, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা নিজাম উদ্দিনের কাঞ্চনপুরের বাড়িতে ইফতার মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক খান। মৈশাপুর বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে যাওয়ার পথে গ্রামের উত্তর পাশের কালভার্টে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
এ সময় মসজিদে এশার নামাজে যাওয়ার সময় গ্রামের ছবদি মিয়া নামক একজন মুসল্লি তাকে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের আজমখানের ছেলে ছাদিক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে।
এ ঘটনায় নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। গভীর রাত ৩টায় এ রিপোট লেখা পর্যন্ত গ্রামের দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, আহত স্বেচ্ছাসেবকদল নেতাকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানসহ বিএনপির একাধিক নেতা। তারা এ হামলার নিন্দা জানিয়ে দ্রুত ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি দাবি জানান।
এ ব্যাপারে ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় একজন আহতের খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।