
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ এএম
নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না: অমিত

যশোর ব্যুরো
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম
-67e817d744b71.jpg)
আরও পড়ুন
নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, রক্তদানকারী হাজারো মানুষের আকাঙ্ক্ষা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে।
শনিবার বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি এই মাহফিলের আয়োজন করে।
অনিন্দ্য ইসলাম বলেন, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ, আহত ও নির্যাতিতদের প্রতি আমরা কৃতজ্ঞ। বছরের পর বছর জেলখাটা, গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের ঋণ শোধ হওয়ার নয়। সর্বশেষ অকুতোভয় ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি। আলোচনায় অংশ নেন- দলের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন- দলের জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। অনুষ্ঠান পরিচালনা করেন বাঘারপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন।