
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ এএম
গণঅভ্যুত্থানে শেরপুরের ১২ শহিদ পরিবারকে জেডআরএফ’র ঈদ উপহার

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৫০ পিএম
-67e816da25609.jpg)
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে শেরপুর জেলার ১২ শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
শনিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে জেলার ১২ শহিদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও একটি স্মারক পত্র তুলে দেওয়া হয়।
এ সময় শহিদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডে মূল হোতাদের গ্রেফতার ও দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।
শনিবার দুপুরের দিকে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় এলাকায় শহিদ মাহবুব এর বাড়িতে যান প্রতিনিধি দল। সেখানে ঈদ উপহার সামগ্রী ও স্মারকপত্র হন্তান্তর করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর প্রকৌশলী তৌহিদুর রহমান। এ সময় সঙ্গে ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, ফাউন্ডেশনের সদস্য ডা. রাকিবুজ্জামান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপি সভাপতি মামুনুর রশীদ পলাশ, বিএনপি রফিকুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন-উর-রশীদ মামুন, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল।
ঈদ উপহারসামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. সায়েম মনোয়ার।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শহিদ মাহবুবের মায়ের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।