
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০১:৪০ এএম
ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৩৩ পিএম
-67e812da559f3.jpg)
আরও পড়ুন
শেরপুরে নালিতাবাড়ীর নয়াবিল এলাকায় ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে ছুরিকাঘাতে আবু নাঈম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সবুজ মিয়াকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (২৯ মার্চ) পৌনে ১২টার দিকে নালিতাবাড়ীর নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আবু নাঈম নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
আটক সবুজ আন্ধারুপাড়া এলাকার ভুট্টো মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবুজের ফেসবুক স্ট্যাটাসে হা হা রিঅ্যাক্ট করে প্রতিবেশী গ্রামের স্কুলছাত্র আবু নাঈম। সবুজের স্ট্যাটাসে হা হা রিঅ্যাক্টের জেরে মেসেঞ্জারে দুজনের ঝগড়া হয়। শনিবার দুপুরে নাঈমকে নয়াবিল বাজারে পেয়েই তার বুকে ছুরিকাঘাত করে সবুজ। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন নাঈমকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌনে ১২টার দিকে ছুরিকাঘাতের ঘটনার পরপরই গুরুতর আহত নাঈমকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত কিশোর সবুজ মিয়াকে আটক করা হয়েছে।
ওসি জানান, নালিতাবাড়ীর নয়াবিল এলাকায় বাড়ি হলেও সবুজ গাজীপুরে থাকতেন। একমাস আগে সবুজের একটি ফেসবুক স্ট্যাটাসে আবু নাঈম হা হা রিঅ্যাক্ট দেয়। গাজীপুর থেকে ঈদের ছুটিতে বাড়ি আসার পর সবুজ এ ঘটনা ঘটায়। অভিযোগ সাপেক্ষে মামলা ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।