Logo
Logo
×

সারাদেশ

ওসির বিরুদ্ধে ঝাড়ু মিছিলের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৮:৫৯ পিএম

ওসির বিরুদ্ধে ঝাড়ু মিছিলের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিলের প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলার রাজৈর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীন শাহ, রাজৈর পৌরসভা ছাত্রদলের সভাপতি অ্যানি, বিএনপি নেতা জাহাঙ্গীর ও যুবদল নেতা খায়ের হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, ওসি মাসুদ খানের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর ও মাদক কারবারিরা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তিনি একজন সৎ, সাহসী, চৌকস পুলিশ অফিসার। তার জন্য মাদক কারবারিরা শান্তি মতো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এজন্য বিভিন্নভাবে তাকে এ থানা থেকে সরানোর অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচার সরকারের মাদক কারবারিরা। আমরা চাই, ওসি মাসুদ খানকে এ থানাতেই রাখা হোক। তাকে যেন কোনোভাবে সরানো না হয়।

মাদারীপুর বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম