
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম
লোকালয়ে আসা কুমিরকে পিটিয়ে মারল এলাকাবাসী

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
খাল থেকে লোকালয়ে আসা একটি কুমিরকে ধাওয়া দিয়ে আটক করেছে এলাকাবাসী। শেষ পর্যন্ত কুমিরটিকে পিটিয়ে মেরেছে উৎসুক জনতা।
শনিবার দুপুরে মাদারীপুরে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচরে ঘটে এমন ঘটনা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আড়িয়াল খাঁ নদীতে বেশ কয়েকটি কুমির এসে অনেকদিন ধরে আনাগোনা শুরু করে। ওই কুমিরের দল থেকে একটি কুমির হঠাৎ করে আন্ডারচর খালে ঢুকে পড়ে।
এক পর্যায় ওই কুমিরটি লোকালয়ে ঢোকার চেষ্টা করে। বিষয়টি দেখে স্থানীয় শতাধিক লোকজন মিলে কুমিরটিকে লাঠিসোটা নিয়ে ধাওয়া দিয়ে আটক করে।
পরে কুমিরটিকে রশি দিয়ে বেঁধে পিটুনি দিয়ে ফেলে রাখে জনতা। এতে কুমিরটি গুরুতর আহত হয়। এক পর্যায়ে কুমিরটি মারা যায়।
প্রত্যক্ষদর্শী ইকবাল ও সাইফুল জানান, কুমিরটিকে খাল থেকে লোকালয়ে আসতে দেখে আমরা ভয়ে ধাওয়া করেছি। এ সময় উত্তেজিত কিছু উৎসুক জনতা কুমিরটিকে পিটিয়ে আহত করে। এক পর্যায় কুমিরটি মারা যায়।
প্রকৃতিপ্রেমী কবি ও লেখক সালাউদ্দিন মাহমুদ জানান, কুমিরটিকে নদীতেই ছেড়ে দেওয়া উচিত ছিল। পিটিয়ে মারা ঠিক হয়নি। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এ সমস্ত প্রাণী আমাদের সবার বাঁচিয়ে রাখতে হবে।
সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরাদ সরদার জানান, কুমিরটিকে আঘাত করা ঠিক হয়নি। কুমিরটি উদ্ধার করে বনবিভাগের দায়িত্বে দেওয়া উচিত ছিল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, আমরা খবর পেয়ে বনবিভাগকে অবগত করেছি। বনবিভাগ যাওয়ার আগেই জনগণ কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।