
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০২:১৮ এএম
চিলমারীতে উপদেষ্টার ঈদ উপহার বিতরণ

চিলমারী প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম

আরও পড়ুন
কুড়িগ্রামের চিলমারী উপজেলার গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত বিশেষ জিআর চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ঈদ উপলক্ষ্যে এ বিশেষ বরাদ্দ প্রদান করেন।
সোমবার বিকালে উপজেলার ৬টি ইউনিয়নের সচিবদের তত্ত্বাবধানে বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়।
গত ২০ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ১০ মে. টন জিআর চালের একটি বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়। চিলমারী উন্নয়ন ফোরাম, ঢাকা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে এ বরাদ্দ দেওয়া হয়। পরে সংগঠনটি উপজেলা প্রশাসনের সহায়তায় চিলমারীর ৬টি ইউনিয়নে বিতরণ করে দেন।
এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া বিশেষ বরাদ্দের জিআর চাল ইউনিয়নভিত্তিক অসহায় ও দুস্থ মানুষদের বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগী অসহায় ও গরিব মানুষদের ঈদের আনন্দ একটু হলেও ভালো কাটবে।
চিলমারী উপজেলা প্রশাসনের বরাদ্দের তালিকা থেকে পাওয়া তথ্যে জানা যায়, ১০ মেট্রিক টন জিআর চালের মধ্যে থানাহাট ইউনিয়নে ৪৫০ জন উপকারভোগীর জন্য ৪ মেট্রিক টন, রমনা ইউনিয়নে ২৬০ জনের জন্য ২.৬ মেট্রিক টন, রাণীগঞ্জ ইউনিয়নে ১৪০ জনের জন্য ১.৪ মেট্রিক টন, নয়ারহাট ইউনিয়নে ৫০ জনের জন্য ০.৫ মেট্রিক টন, অষ্টমীর চর ইউনিয়নে ৫০ জনের জন্য ০.৫ মেট্রিক টন এবং চিলমারী ইউনিয়নে ৫০ জনের জন্য ০.৫ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে।