
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ পিএম
চালের বস্তায় শেখ হাসিনার নাম, নিতে অনীহা সুবিধাভোগীদের

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম
-67e7d7dbec52e.jpg)
জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের ৭ মাস পার হলেও নাটোরের লালপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় এখনো শেখ হাসিনার নামসহ স্লোগান লেখা রয়েছে। এতে অনেক সুবিধাভোগী চাল নিতে অনিহা প্রকাশ করেছেন।
জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের ১১ হাজার ৮১১ সুবিধাভোগীর মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩৫৫ মেট্রিক টন চাল বিতরণ চলছে। যা ৩০ কেজি ওজনের বস্তায় প্যাকেট করা ছিল। তবে বিতরণ করা চালের বস্তাগুলোর গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।
বিষয়টি নিয়ে কয়েকজন চালের ডিলার বলেন, আমরা নতুন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ পেয়েছি। খাদ্যগুদাম থেকে আমাদের শেখ হাসিনার নামসহ বস্তায় চাল দেওয়া হয়েছে। আমরা যেভাবে চাল পেয়েছি, সেভাবেই বিতরণ করছি।
লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির বস্তার গায়ে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নাম সংবলিত বস্তার চাল বিতরণ করা হচ্ছে; এটা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের চেতনার পরিপন্থি।
বিএনপির নেতা অধ্যাপক মো. সাজেদুল ইসলাম হলুদ বলেন, যেখানে সবকিছু পরিবর্তন হচ্ছে সেখানে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নাম মেনে নেওয়া কষ্টকর।
লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, ফ্যাসিস্ট ও বাংলাদেশের নব্য ফেরাউন হাসিনা সরকার দেশ থেকে পালানোর ৭ মাস পার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে কিন্তু এখনো পর্যন্ত বস্তা থেকে হাসিনার নাম পরিবর্তন করতে পারে নাই।
শেখ হাসিনার নাম থাকার বিষয়টি স্বীকার করে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) রেজাউল হক খন্দকার বলেন, শেখ হাসিনার নাম মুছে দিতে হবে এমন নির্দেশনা আমাদের কাছে নেই।