
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় তিন কোটি ৩৮ লাখ টাকা

ভূঞাপুর (প্রতিনিধি) টাঙ্গাইল
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:৫৮ এএম

ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়ি ফিরছে মানুষ। এর প্রভাব পড়েছে মহাসড়কে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মাত্র ২৪ ঘণ্টায় যমুনা সেতু পাড়ি দিয়েছে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল বাবদ আদায় করা হয়েছে তিন কোটি ৩৮ লাখ টাকা।
শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর
পাভেল জানান, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে
শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতু পূর্ব
প্রান্তের উত্তরবঙ্গগামী লেনে ৩০ হাজার ৩৯৮ টি যানবাহন পার হয়েছে। আর সেতুর পশ্চিম
প্রান্তে ঢাকাগামী লেন দিয়ে ১৭ হাজার ৯৩৭ টি যানবাহন পারাপার হয়েছে।
ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো
মানুষ ও গণপরিবহণের সংখ্যা বাড়ছে। মহাসড়কটিতে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও যানজটের
সৃষ্টি হয়নি। ফলে স্বস্তির নিশ্বাস ফেলে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো
মানুষ।