
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৪৮ এএম

আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধামরাই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ ও চার এসআইসহ ৯০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শরিফুল ইসলাম সুজন (২৮) শুক্রবার ধামরাই থানায় মামলাটি করেন।
মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ-সদস্য বেনজীর আহমেদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মামলা সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তাদের ওপর শেখ হাসিনার নির্দেশে আসামিরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে অনেকে আহত হন। মামলার বাদী সুজনের বাম হাতের কবজিতে গুলি লাগে। এতে তিনি মারাত্মক রক্তাক্ত জখম হন। উল্লেখ্য সাবেক ওসি সিরাজুল ইসলাম শেখ বর্তমানে গাইবান্ধা পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত।
মামলার বাদী ও সাভারের আশুলিয়া থানার খেজুরটেক এলাকার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে সুজন জানান, বহুবার চেষ্টা করেও মামলা করতে ব্যর্থ হয়েছি। বিএনপির কতিপয় নেতাকর্মীরা আমাকে এ মামলা করা থেকে বিরত রাখেন। শেষমেষ বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমি মামলা করার সুযোগ পেয়েছি।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ৫ আগস্ট সরকার পতনের পর ধামরাই থানায় চারটি মামলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নতুন মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।