
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩২ এএম
জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই হতে হবে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:১৪ পিএম

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে হবে। শুক্রবার ঝিনাইদহে আয়োজিত আলোচনা সভা ও দোয়া ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে রাশেদ খান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। মারামারি হানাহানি চলছে। বিশেষ করে গ্রামগঞ্জের অবস্থা অত্যন্ত নাজুক। নির্বাচন নিয়ে ইতোমধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমরা জানি না আগামী ডিসেম্বরে নির্বাচন হবে নাকি আরেকটি ১/১১ ফিরে আসবে। তবে আমাদের স্পষ্ট কথাÑআমরা বাংলাদেশে ১/১১ ফিরে আসতে দেব না। আওয়ামী লীগকে ফিরে আসতে দেব না। আওয়ামী লীগ একটি বিষধর সাপ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে। তবে তাকে রাজনীতি করতে দেওয়া হবে না। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেÑতারা শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।
প্রভাষক মো. সাখায়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, জামায়াতের ঝিনাইদহ জেলার নায়েবে আমীর আব্দুল আলিম প্রমুখ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।