
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:২৯ এএম
মক্ষীরানিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

আরও পড়ুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের চৌধুরীহাট গ্রামে প্রতারণাকারী এক নারীর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।
শুক্রবার বিকালে শরীফা বেগম নামে ওই নারীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও প্রতারণার অভিযোগ তুলে স্থানীয়রা ঝাড়ুমিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বড়বিল ইউনিয়নের চৌধুরীহাট বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। তাদের দাবি, শরীফা বেগম দীর্ঘদিন ধরে সমাজের প্রতিষ্ঠিত ও সম্মানিত ব্যক্তিদের টার্গেট করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ব্ল্যাকমেইলের মাধ্যমে হয়রানি করে আসছেন। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে তারা প্রশাসনের হস্তক্ষেপ চান।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী সবুজ বলেন, শরীফা বেগম প্রতারণার ফাঁদ তৈরি করে প্রথমে টার্গেট করে তারপর ওই নিরীহ মানুষকে ব্ল্যাকমেইল করছেন। তার কারণে অনেকেই আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা চাই, তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
ইসলামী আলোচক নাসিদ হোসেন বলেন, এলাকায় শান্তি বজায় রাখতে এমন প্রতারকদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা জরুরি। আমরা চাই, প্রশাসন দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিক। শুধু একজন নয় বহু মানুষকে টার্গেট করে ইতোমধ্যে সে সর্বস্বান্ত করে ফেলেছে। ব্যবসায়ী, ইউপি সদস্য, সাধারণ মানুষ সবাই এই মক্ষীরানির জালে পরে সর্বস্বান্ত হয়ে গেছেন। অবিলম্বে এই মক্ষীরানিকে এলাকা থেকে উৎখাত করতে হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শরীফা বেগমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
এলাকাবাসী মনে করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপই কেবল এ প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ করতে পারে। তারা আশা করছেন, দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যাতে আর কেউ এমন প্রতারণার শিকার না হন।