
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩২ এএম
দাফনের দেড় মাস পর বাড়ি ফিরল কিশোর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম
-67e6d2bc1b881.jpg)
আরও পড়ুন
আলমডাঙ্গায় দাফনের দেড় মাস পর বাড়িতে ফিরে এসেছে তুফান আলী (১৪) নামে এক কিশোর। শুক্রবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাড়িতে ফিরেছে সাইদ আলীর ছেলে তুফান।
বছরখানেক আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় তুফান আলী। মাস দেড়েক আগে তুফানের লাশ মনে করে পরিবারের লোকজন এক কিশোরকে গ্রামে দাফন করেন।
শুক্রবার সকালে তুফান বাড়িতে ফিরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেখা দিয়েছে নানারকম প্রশ্ন। যাকে দাফন করা হয়েছিল তার পরিচয় কী?
গ্রাম ও পারিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ জানুয়ারি বাড়ি থেকে নিরুদ্দেশ হয় তুফান। অনেক খোঁজাখুজির পর ছেলেকে না পেয়ে বাবা সাইদ আলী থানায় জিডি করেন। মাস দেড়েক আগে গাইবান্ধা জেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা আহত এক কিশোরের ছবিসহ সংবাদ ফেসবুকে দেন গাইবান্ধার এক সাংবাদিক। সংবাদটি নজরে পড়ে নিখোঁজ তুফানের মা-বাবার। তারা ওই কিশোরকে নিজেদের হারানো তুফান ভেবে গাইবান্ধায় যান। সেখানে তারা একটি হাসপাতালে ভর্তি গুরুতর আহত ওই কিশোরকে ৫ দিন চিকিৎসা করান। এরপর ওই কিশোর মারা গেলে তারা তাকে তুফান ভেবে তার মরদেহ আলমডাঙ্গায় এনে নিজগ্রাম বৈদ্যনাথপুরে দাফন করেন। পরে মিলাদ মাহফিল ও খানাপিনার আয়োজনও করা হয়। সর্বশেষ শুক্রবার সকাল ৮টার দিকে তুফান বাড়িতে আসে।
তুফানের বাবা সাইদ আলী বলেন, আমি ঢাকায় কাজ করি। আমার খোঁজে তুফান কাউকে না জানিয়ে বাড়ি ছাড়ে। তুফান ফেরার পরে জানতে পারি, সে ঢাকার শ্যামলীতে রডের কারখানায় কাজ করত।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান যুগান্তরকে বলেন, তুফানের বাবা-মা ভুলবশত অন্য এক কিশোরকে তুফান বলে শনাক্ত এবং ওই কিশোরের মরদেহ দাফন করে। এখন তুফান ফিরে আসায় দাফন করা কিশোরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা আইনি দিকটা খতিয়ে দেখছি।