
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ এএম
চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৭:৪৮ পিএম

চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গ্রেফতাররা হলেন- কোতোয়ালি থানার আসামি মনির হোসেন, শাহ আলম, সোহেল, ফারজান হোসেন ওরফে সজিব, মাইনুদ্দিন। চকবাজার থানায় গোলাম মোস্তফা। সদরঘাট থানায় সোহাগ, ৩ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের রুবেল। পাঁচলাইশ মডেল থানায় ইলিয়াছ। ডবলমুরিং মডেল থানায় মিজান, বারেক, মাহিন, ফরহাদ ওরফে আদর, হাসিবুর রহমান জুয়েল, হাসান প্রকাশ জীবন, জুয়েল, মারুফ, শাহরিয়ার, মোকসেদুল করিম। হালিশহর থানায় পরিতোষ নাথ। আকবরশাহ থানায় ইমন হোসেন অভি।
ইপিজেড থানায় রিয়াদ (৩০)। কর্ণফুলী থানায় ফয়সাল মিয়া। পতেঙ্গা থানায় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু দেলোয়ার হোসেন জাহিদ। চাঁন্দগাও থানায় আখতারুজ্জামান, মহিউদ্দিন, নয়ন। বাকলিয়া থানায় গোলাম রাসূল, আব্দুর রহমান। বায়েজিদ বোস্তামী থানায় জাবেদ, নয়ন। পাহাড়তলী থানায় ওয়াশিম, মুবিনা আক্তার, ফরিদা বেগম ও বাদশাহ।
এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী বিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।