
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ এএম
কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে সারা দেশে তৃতীয় কলারোয়ার আসমা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:০১ এএম

আরও পড়ুন
বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখার উদ্যোগে রেমিট্যান্স উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব মেগা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের মূল শ্লোগান ছিল ‘প্রবাসী আয় বৈধ পথে, কৃষি ব্যাংক আপনার সাথে’।
কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসের ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত রেমিট্যান্স উৎসব অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে প্রবাসীরা কৃষি ব্যাংকের মাধ্যমে যাদের কাছে রেমিট্যান্স পাঠিয়েছেন, তাদের লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।
সারা দেশে ১ হাজার ৩৮ টি শাখার মধ্যে কলারোয়ার আসমা খাতুন তৃতীয় নির্বাচিত হন। আসমা খাতুনের স্বামী শেখ চান্দু মালেশিয়া প্রবাসী, মালেশিয়া থেকে পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে লটারির মাধ্যমে তিনি তৃতীয় পুরস্কার জিতে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (দায়িত্বে) বিকেবি, বিভাগীয় কার্যালয় খুলনা মো. আবু হাসেম মিয়া, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি ব্যাংক শুধু কৃষকদের জন্য কাজ করে না, কৃষি ব্যাংক রেমিট্যান্স সহ, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী সকলের সেবা প্রদান করে থাকে। এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের কাছ থেকে ব্যাংকের সেবা সম্পর্কে মতামত জানতে চান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, পরবর্তীতে পুরস্কার বিজেতা আসমা খাতুনের কাছে একটি দুরন্ত বাইসাইকেল ব্যাংকের পক্ষ থেকে তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক এস এম এ কাইয়ূম। আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ-মহা ব্যবস্থাপক অত্র ব্যাংকের গ্রাহক মো. আব্দুল ওয়াহাব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক মো. জালাল উদ্দীন ।