
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩২ এএম
ধামরাইয়ে সাবরেজিস্ট্রি অফিসে সাংবাদিকের ওপর হামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:১০ পিএম
-67e5869982700.jpg)
আরও পড়ুন
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকার ধামরাইয়ে সাবরেজিস্ট্র্রি অফিসে বাধা ও হামলার শিকার হয়েছেন সাংবাদিক শামীম খান। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি হিসেবে কাজ করেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কালামপুরের ধামরাই সাবরেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, সাধারণত দলিলের মালিক এবং অন্যদের সামনে সরাসরি কাগজ দেখা বা মীমাংসা করা হয়; কিন্তু বৃহস্পতিবার দরজা-জানালা বন্ধ করে দলিল দাতা ও গ্রহীতাকে ভেতরে নিয়ে দলিলপ্রতি ১০০০ টাকা আদায় করছিলেন। এছাড়া লাখে ১০০ টাকা হারে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিল। এছাড়া সাদা দলিল বা নামজারি খতিয়ানে ১০ হাজার টাকা, আবার কোনো কোনো ক্ষেত্রে এরও বেশি টাকা আদায় করছিল; যা এর আগে ছিল না।
এ অভিযোগের ভিত্তিতে সাংবাদিক শামীম খান তার সহকর্মীদের নিয়ে সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে যান।
এ সময় সিন্ডিকেটভুক্ত দলিল লেখকরা ক্ষুব্ধ হয়ে শামীম খানের পেশাগত কাজে বাধা দেন এবং তার ওপর হামলা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শামীমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সন্ধ্যায় সাবরেজিস্ট্রার মো. নাজমুল হাসান ও দলিল লেখক মোহাম্মদ মুস্তাক আহমেদ হামলার শিকার আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে গিয়ে সমবেদনা জানান।
সাবরেজিস্ট্রার মোহাম্মদ নাজমুল হাসান বলেন, শামীম খানের ওপর এমন হামলার ঘটনা সত্যিই দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, শামীম খানের ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী একটা অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।