
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ এএম
গাজীপুরে তারেক রহমানের পক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম
-67e5853bf0ebf.jpg)
আরও পড়ুন
ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গাজীপুর সদর উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মোতালেব মেম্বারের সৌজন্যে মনিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল মোতালেব মেম্বার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মুসুল্লী এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী।
ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ কাজী, দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা, ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মুসুল্লী, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত ৩ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।