
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০২:১৩ এএম
মিথ্যাচার, গুজব আর ষড়যন্ত্র আ.লীগের মূলমন্ত্র: হাসান সরকার

গাছা (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:৫৮ পিএম
-67e583b6be47a.jpg)
আরও পড়ুন
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মিথ্যাচার, গুজব আর ষড়যন্ত্র আওয়ামী লীগের মূলমন্ত্র। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে আওয়ামী লীগের এ মন্ত্র অচল। তাদের গুজব ও ষড়যন্ত্রের ব্যাপারে মানুষ এখন অনেক সচেতন। তাই আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রই আর সফল হবে না।
বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকুর এমএ মজিদ স্কুল অ্যান্ড কলেজ আয়েজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের গুজব ও ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতেও যেমন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, একইভাবে সরকারে থেকেও ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল। জনগণ আওয়ামী লীগের এসব ষড়যন্ত্র বুঝতে পেরেছে বলেই আগস্ট বিপ্লব সংঘটিত হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গিয়ে ভারতে বসে এখন দেশবিরোধী ষড়যন্ত্র করছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গাছা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
গাছা থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাছা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম মোল্লা, বিএনপি নেতা মহিন উদ্দিন মহিন, মোখলেসুর রহমান, হারুন খান, মুজাহিদুল ইসলাম ফয়সাল, যুবদল নেতা রাকিব চৌধুরী প্রমুখ।