
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:১০ এএম
অভিযানে গিয়ে ট্রাকচাপায় এসআই নিহত

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

আরও পড়ুন
সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গিয়ে মো. ফজলুর রহমান (৩৯) নামে এক এসআই ট্রাকচাপায় নিহত হয়েছেন। তার স্ত্রী শাহনাজ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া রাত ৯টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার মৃত শুনু ভুঞার ছেলে।
ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই আমির রুবেল যুগান্তরকে জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বলিয়াপুরে পরিবেশ অধিদপ্তরের ইটভাটায় অভিযান শেষ হওয়ার পরে একটি দ্রুতগামী ট্রাক বলিয়াপুরের উল্টো পথে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই এসআই ফজলু মারা যান। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয় এবং গাড়ির ড্রাইভার মোহাম্মদ রাকিব (২৫) পিতা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, দুই ছেলেমেয়ের পিতা নিহত এসআই ফজলুর রহমান সাভারে স্ত্রী শাহনাজ আকতারসহ থাকতেন। ছেলে-মেয়েরা ময়মনসিংহে থাকে। ৬ মাস আগে তিনি সাভার মডেল থানায় যোগদান করেন। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতে স্ত্রী শাহনাজ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।