
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:২৫ এএম
তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:৩৬ পিএম

আরও পড়ুন
বরিশালের মুলাদীতে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার মুলাদী থানায় মামলা হয়েছে।
উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সামছু হাওলাদারের ছেলে কামাল হাওলাদারের বিরুদ্ধে এ অভিযোগ করেন তার সাবেক স্ত্রী।
ভুক্তভোগী জানান, প্রায় ২ বছর আগে কামাল হাওলাদারের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। একই এলাকায় বাড়ি হওয়ায় কামাল প্রায়ই পথে-ঘাটে তাকে পুনরায় বিয়ের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার রাতে বাবার বাড়িতে যাওয়ার পথে কামাল হাওলাদার তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী বাঁশবাগানে নিয়ে মুখবেঁধে ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি মুখ খুলে ডাকচিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় কামাল হাওলাদার পালিয়ে যান।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।