
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১১ এএম
ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের গাড়ি পুড়িয়ে দিল ছাত্রদল নেতা

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম
-67e558f396f6d.jpg)
আরও পড়ুন
বরিশালের আদালতে ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি ও তার সহযোগীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল নগরীর কোর্ট কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার দুপুরে কোর্ট কম্পাউন্ডে আসামিদের ছবি তোলার সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে স্থানীয় একটি দৈনিকের ফটোসাংবাদিক এন আমিন রাসেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে জানা যায়, সোহেলসহ ১৫ থেকে ২০ জন ছাত্রদল নেতাকর্মী এতে অংশ নেয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সোহেল রাড়িসহ তার অনুসারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন বরিশালের গণমাধ্যম কর্মীরা।
একটা ভিডিওতে দেখা যায় রাসেল নিজে মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে বলছেন, আগুনে পুড়িয়ে দে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
ফটো সাংবাদিক এন আমিন রাসেল বলেন, কিছুদিন আগে বাবুগঞ্জে ৫ ডাকাত গ্রেফতার হয়েছিলো। তাদেরকে বৃহস্পতিবার আদালতে আনা হলে ওই ডাকাতদের ছবি তুলি। তখন ছবি তুলতে বাধা দেয় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি। আমি ছবি তোলায় সোহেল রাড়ি ও তার সঙ্গের কয়েকজন মিলে আমার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।