
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:০৭ এএম
মহাদেবপুরে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৬:০৮ পিএম

আরও পড়ুন
নওগাঁর মহাদেবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নুরজাহান কমিউনিটি সেন্টারে ঈদ উপহার বিতরণ করা হয়।
উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও টিম লিডার (রংপুর বিভাগীয় সাংগঠনিক টিম) মো. আসিফ কবীর চৌধুরী (শত)।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এইচএম সালাউদ্দীন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মেজবাহুল হক আজম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. রাসেল, উত্তরগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম পিন্টু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. তারেক রহমান, এমদাদুল হক, উপজেলা সমবায় দলের সদস্য সচিব মনোয়ার হোসেন, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল বিএনপির ২০০ জন নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।