Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণসহ একাধিক মামলায় জাতীয় পার্টি নেতা ওলি গ্রেফতার

Icon

দুমকি দ. (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম

ধর্ষণসহ একাধিক মামলায় জাতীয় পার্টি নেতা ওলি গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে ধর্ষণসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা যুবসংহতির নেতা ওলি উল্লাহ হাওলাদার (৩৫) ওরফে ওলিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতার ওলি উল্লাহ হাওলাদার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শাহআলম হাওলাদারের ছেলে এবং উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক।

থানা পুলিশ সূত্র জানায়, ওলি উল্লাহর বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ৪৭৬/২৪ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও দুমকি থানায় তার বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা চলমান আছে।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম