
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০২:৫৩ এএম
১৬ বছর পর মুক্ত পরিবেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঈদ রাজনীতি

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:০৩ পিএম

কুমিল্লায় ১৬ বছর পর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ সময় পর এবার দলটির মনোনয়ন প্রত্যাশীরা বাঁধাহীন ঈদ উদযাপনে বেশ উৎফুল্ল। এরই মাঝে তারা নেতাকর্মীদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। ঈদ সামগ্রী যাকাত বিতরণ এবং ইফতার দোয়া মাহফিলে অংশ গ্রহণ করছেন। ঈদকে কেন্দ্র করে তাদের আনাগোনা এলাকায় ভিন্ন রকম আমেজ সৃষ্টি হয়েছে। এদিকে দীর্ঘদিন পর দলবল আত্মীয় স্বজন নিয়ে এবার ঈদ উদযাপন করতে জেলার সবকটি নির্বাচনি এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে তাদের হাইপ্রোফাইল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং নেতাকর্মীরাও মাঠে নেমেছে। প্রত্যেকেই তাদের স্ব স্ব এলাকায় নিজস্ব বলয় নিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
সরেজমিন ঘুরে জানা গেছে, কুমিল্লা-১ দাউদকান্দি তিতাস সংসদীয় আসনে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ইতিপূর্বে বেশ কয়েকবার এলাকায় আসলেও তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন নেতাকর্মীদের নিয়ে নানা কর্মসূচি পালন করছেন। তিনি সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এলাকায় ঈদ উদযাপন করবেন।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া এবং যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান এবং তরুণ শিল্পপতি মোঃ মনোয়ার সরকার মাঠে সক্রিয় রয়েছেন। ইতিপূর্বে মনোয়ার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে হোমনা মেঘনায় ঈদ সামগ্রী, যাকাত এবং শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন। এ দুই নেতা এলাকায় নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে ঈদ উদযাপন এবং এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী দলের ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিদেশে অবস্থান করলেও তার একাধিক ভাই এবং কর্মী সমর্থকরা ঈদ রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করছেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজবীউল আহসান মুন্সি কর্মী সমর্থকদের নিয়ে ইফতার দোয়া মাহফিলে নিয়মিত অংশগ্রহণ করছেন। তারা নির্বাচনি এলাকাতেই ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।
কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন ঘাপটি মেরে মাঠে পড়ে আছেন। তিনি গত ৫ আগস্টের পর থেকে নির্বাচনি এলাকা ছাড়ছেন না। ঈদের দুই দিন আগে পরে পুরো নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
তাছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মাঝে মধ্যে এলাকায় এসে কর্মী সমর্থকদের নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন।
অপর মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান এলাকায় ঈদ উদযাপন করার কথা রয়েছে।
কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিনের অবস্থান ব্যবসা বাণিজ্য রাজনীতি সবকিছুই নিজ নির্বাচনি এলাকায়। বহু মামলা হামলা নির্যাতনের পরও ১৬ বছর টিকে ছিলেন নিজ এলাকায়। লড়াই করেছেন ফ্যাসিস্ট সরকারের এক দানবের সঙ্গে। ঈদকে কেন্দ্র করে তিনি সব শ্রেণি পেশার মানুষের মাঝে শুভেচ্ছা উপহার এবং নানাভাবে অনুদান বিতরণ করছেন। প্রতিদিনই বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তৃণমূলের মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি করছেন।
অপর মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়াও এলাকায় থাকেন।
কুমিল্লা-৭ (চান্দিনা) এ আসনে জোটের প্রার্থী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এলাকায় নিয়মিত অবস্থান করছেন। পুরো রমজান এলাকার মানুষের সঙ্গে কাটিয়েছেন। কর্মী সমর্থকদের নিয়ে ঈদ উদযাপন করবেন এবং এলাকাবাসীর মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত হোসেন এবং আতিকুল ইসলাম শাওন এলাকায় ঈদ উদযাপন করবেন।
কুমিল্লা -৮ (বরুড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু এলাকায় নানান সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করছেন। ঈদকে কেন্দ্র করে এ দুই মনোনয়ন প্রত্যাশী তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে জনসাধারণের মাঝে ঈদের বার্তা এবং শুভেচ্ছা উপহার পৌঁছে দিচ্ছেন।
কুমিল্লা-৯ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী গত ৫ আগস্টের পর থেকে নিয়মিত এলাকায় অবস্থান করছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক নিয়ে তিনি নির্বাচনি এলাকার প্রতিটি আনাচে-কানাচে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছেন। অপর মনোনয়ন প্রত্যাশী নাঙ্গলকোট উপজেলার মোবাশ্বের আলম ভুইয়া এবং আব্দুল গফুর ভূঁইয়া ঈদে এলাকায় আসতে পারেন।
কুমিল্লা-১০ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আনোয়ারুল আজিম এবং কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা নিয়াজ মাখদুম মাসুম এলাকার ভোটারদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করার জন্য নানা কার্যক্রম পরিচালনা করছেন। রমজান এবং ঈদকে কেন্দ্র করে তিনি কর্মী সমর্থকদেরকে নিয়ে সাধারণ মানুষের কাছে ঈদের শুভেচ্ছা এবং উপহার পৌঁছে দিচ্ছেন। উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার এলাকায় ঈদ উদযাপন করার কথা রয়েছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, দীর্ঘ ১৬ বছর বহু অত্যাচার নির্যাতন সহ্য করে এবার স্বস্থির ঈদ উদযাপন করব। তাই আমাদের নেতাকর্মী এলাকাবাসীর মাঝে আনন্দ এবং শুকরিয়া দেখছি। আমাদের জেলার সবকটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা পুরো রমজান এবং ঈদকে সামনে রেখে মানুষের মাঝে উপহার সামগ্রী অর্থ অন্য বস্ত্র বিতরণ করছেন। এতে বিএনপির প্রতি গনমানুষের আস্থা বিশ্বাস বাড়ছে। প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা করে আমরা জনসেবায় ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছি।