
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পিএম
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:৫১ এএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কবরস্থান হাফিজুল উলুম কওমিয়া মাদ্রাসার এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেন র্যাব-১১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল (সিও) এইচ এম সাজ্জাদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন র্যাব-১১’র উপ-অধিনায়ক মো. ইশতিয়াক হোসেন ও এএসপি (কিউএম অফিসার) জিয়াউল হক প্রমূখ।
এসময় র্যাব-১১’র অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন মাদ্রাসাটির এতিম ও শিক্ষার্থীদের লেখা-পড়াসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, আমাদের সবার উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ ও এতিম শিশু, অসহায়, দরিদ্র ও ক্ষুধার্তদের সহায়তা করা। তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করা। মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ পেতে পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের রমজানের রোজা গুরুত্বের সঙ্গে পালন করা। নিয়মিত নামাজ আদায়, অসহায়, দুস্থদের পাশে দাঁড়ানো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।
তিনি আরও বলেন, আভিযানিক কার্যক্রমের পাশাপাশি র্যাব ফোর্সেস বিভিন্ন সময়ে মানবতার সেবায় অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবিক কাজের অংশ হিসেবে আমরা এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি। পরে শিক্ষার্থীদেরকে রাষ্ট্র ও সমাজের কল্যাণে শিক্ষা অর্জনের দিকনির্দেশনা দিয়ে সকলের উদ্দেশ্যে দোয়া কামনা করেন।