
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১১:৪৯ পিএম
চিতলমারীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:০০ এএম

বিধান চন্দ্র ব্রহ্ম (বামে) ও কামরুল মীর
আরও পড়ুন
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম (৫০) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চরবানিয়ারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামরুল মীরকে (২৫) গ্রেফতার করেছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের একটি নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত বিধান চন্দ্র ব্রহ্ম উপজেলার কালশিরা গ্রামের কিরণ চন্দ্র ব্রহ্মের ছেলে ও কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কামরুল মীর চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের দলিল উদ্দিন মীরের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গ্রেফতারকৃত বিধান চন্দ্র ব্রহ্ম ও কামরুল মীরের বিরুদ্ধে থানায় একটি নাশকতা মামলা রয়েছে। সেই মামলায় বুধবার সকাল ১১টায় কামরুল মীরকে খাসেরহাট বাজার এবং বিধান চন্দ্র ব্রহ্মকে ডুমুরিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।