
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১০:৫৮ এএম
বৃষ্টির জন্য কৃষকদের ইসতিসকার নামাজ আদায়

কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

আরও পড়ুন
কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। এলাকার কৃষিজীবী পরিবারের লোকজন এ নামাজে অংশ নেন।
বুধবার বেলা ১১টায় সদর উপজেলার যশোদল ইউনিয়নের চিকনীরচর মধ্যপাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে এ নামাজ আদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দী। বৃষ্টির উদ্বিগ্ন এলাকাবাসীর আয়োজনে নামাজ ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
নামাজ শেষে খুতবা পাঠসহ সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। এ নামাজে অংশ নেওয়াদের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্কারী আবদুল খালেক বলেন, বোরো ফসলের জন্য এখন বৃষ্টির খুবই প্রয়োজন। তাই নামাজ আদায় ও আল্লাহ দরবারে হাত তুলে বৃষ্টি প্রার্থনা করা হয়েছে।