
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ এএম
টানা ১২ দিন বন্ধ থাকবে সিলেটের স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:৩৩ পিএম

আরও পড়ুন
আসন্ন ঈদে টানা ১২ দিন সিলেটের স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। জেলা পাথর আমদানিকারক গ্রুপের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
পাশাপাশি শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সবকটি বন্দরের সঙ্গে মিল রেখে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ৭ এপ্রিল থেকে পুনরায় চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
এদিকে আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কাস্টমস হাউস বা স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুধু ঈদের দিনে শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।