
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:২৫ এএম
সিলেটে মিছিলকারী ছাত্রলীগের নেতাকর্মীরা শনাক্ত, গ্রেফতার ১

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:১৭ পিএম

আরও পড়ুন
সিলেটে বুধবার ভোরে ঝটিকা মিছিল বের করা ছাত্রলীগ নেতাকর্মীদের শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান জাবের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সতপুর ইউনিয়নের বর্ণি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বর্ণি সতপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক।
জানা যায়, গত রোববার ভোর ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার নাইওরপুল এলাকায় আনুমানিক ২০-২৫ জনের একটি মিছিল বের হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় একই স্থানে বিক্ষোভ করে সিলেট জেলা ও মহানগর যুবদল নেতাকর্মীরা। তারা মিছিলকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
এদিকে মিছিলের পর পুলিশ বিভিন্ন মাধ্যম হতে ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযানে নামে। এর অংশ হিসেবে গত মঙ্গলবার ভোরে বড়লেখা থেকে জাবেরকে গ্রেফতার করে।
মঙ্গলবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাবেদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।