
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ এএম
বাবার জানাজায় শরিক হতে পারলেন না ছেলে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৮:৩৫ পিএম

আরও পড়ুন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বাবার জানায় শরিক হতে পারলেন না বড় ছেলে।
উপজেলার নিকরাইল ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান মতিন সরকারের বাবা নলছিয়া ১নং পুনর্বাসন গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক, আব্দুর রহমান সরকার মঙ্গলবার বেলা ১১.২০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মঙ্গলবার বাদ আছর নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
বড় ছেলে আব্দুল মতিন সরকার নিকরাইল ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ডেভিল হান্ট অপারেশনের কারণে আত্মগোপনে থাকা বড় ছেলে মতিন সরকার বাবার জানাজায় শরিক হতে পারলেন না।
মরহুম আব্দুর রহমান সরকারের জানাজা পড়ান মেঝো ছেলে আব্দুল মোনায়েম সরকার।
তাকে মঙ্গলবার বাদ আছর নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে তার নিজ গ্রাম নলছিয়া ১ নং পুনর্বাসন কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়। শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতারা ও হাজার হাজার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাজায় অংশ নেন।