
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, আটক ১২ জেলে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৩:২১ পিএম

আরও পড়ুন
লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় ১২ জেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ ১২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বয়স বিবেচনায় ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত দশটায় রায়পুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার আওতাধীন মেঘনা নদীর রায়পুর-বরিশালের হিজলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে জেলেদেরকে আটক করা হয়। আটক জেলেদের বাড়ী বরিশালের হিজলা উপজেলায়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহেদ আরমান।
মৎস্য বিভাগ সূত্র জানা যায়, অভিযানের সময় ১২জন জেলেকে আটক করা হয়। এ সময় ১ টি মাছ ধরার নৌকা, ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক জানান, জাটকা সংরক্ষণে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১লা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত (রামগতি থেকে রায়পুর হয়ে চাঁদপুরের ষাটনল ১০০ কিলোমিটার) মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।