
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৩১ এএম
ছিনতাই করা আসামি ফের গ্রেফতারের পর কারাগারে

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম

আরও পড়ুন
সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনতাই করা আসামিকে ফের গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে ওই আসামিকে কারাগারে পাঠানো হয়।
সিলেটের কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একটি মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি সিলেট নগরীর কুমারপাড়ার সুমন আহমদ। সোমবার রাত ১০টার দিকে কুমারপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ভ্যানে তোলার পর আসামির স্বজন ও স্থানীয়রা পুলিশের ভ্যান থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান চালিয়ে ফের সুমনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।